ছোটবেলায় অন্যতম প্রিয় অনুষ্ঠান ছিল সামরিক বাহিনীর কর্মকান্ড নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান অনির্বাণ। তার মধ্যে সবচেয়ে প্রিয় ছিল বিমান বাহিনীর অনির্বাণ। কারন বিমান বাহিনী পরিবারের সদস্য ছিলাম তাই।
তো এই অনির্বাণের একটা নির্দিষ্ট ছক ছিল। এই ছকের মধ্যেই হত। এবার বিমান বাহিনীর অনির্বাণ পরিচালনা করেছেন মোস্তফা সারোয়ার ফারুকি। সব ছক ভেঙ্গে নতুন আঙ্গিকে বানিয়েছেন।
কি ক্যামেরার কাজ! অসাধারণ লেগেছে। মোস্তফা সারোয়ার ফারুকি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে মেধাবী পরিচালক।
গরিবের ছেলের সাথে বড় লোকের মেয়ের প্রেম- এইসব চিরাচরিত ধারা ভেঙ্গে কি অসাধারণ গল্পের সিনেমা বানান। সেই সাথে কষ্ট লাগে তার ‘শনিবার বিকেলে’ মুভিটা রিলিজ হতে দিল না ধর্ম ব্যবসায়ীরা।
মুভির একটা ছবি শুধু প্রকাশ হয়েছিল। তাতেই অনুভুতিতে আঘাত লেগে গেছে ধর্ম ব্যবসায়ীদের। সেই সিনেমা বিদেশে পুরস্কার পাচ্ছে, কিন্তু দেশের দর্শকরা দেখতেই পারল না!