ভিয়েতনামের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর হ্যানয়। শহরটিতে প্রায় ৮০ লক্ষ মানুষ বসবাস করেন৷ মোপেড হ্যানয় শহরে পরিবহণের প্রধান মাধ্যম৷ হ্যানয়কে অনেকে মোপেডের শহরও বলে থাকেন।
শুনতে অদ্ভূত বা অপরিচিত শোনালেও মোপেড কিন্তু মোটেও অপরিচিত কিছু নয়। আমাদের ঢাকা শহরেও আজকাল মোপেডের দেখা মেলে।
মোপেড মোটরসাইকেলের একটু ছোট সংস্করণ যার সাথে বাইসাইকেলের প্যাডেল লাগানো থাকে। মোটরসাইকেলের তুলনায় মোপেডের লাইস্যান্স পাওয়া অনেকটাই সহজ আর চলে বাইসেকেলের চেয়ে অনেক দ্রুত গতিতে। মোপেডের সাথে স্কুটারের পার্থক্য মূলত স্কুটার অধিকতর শক্তিশালী।
সমগ্র দক্ষিণপূর্ব এশিয়া জুড়েই মোপেডের দেখা মেলে। বিশেষত হ্যানয়ে মোপেড বিপুল পরিমাণ পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। হ্যানয়ের রাস্তায় চমকপ্রদ সব মালামাল নিয়ে মোপেডের চলাচল আপনাকে অবাক করে দেবে। কাড়ি কাড়ি ডিম, বরফের বিশাল সব খন্ড, ফুলের বিশাল ডালি- এমনকিছু নেই যা আপনি দেখতে পাবেন না।
কিন্তু মোপেডের অধিক ব্যবহারের কারণে শহরটিতে পরিবেশ দূষণ এবং যানজট বেশি বলেও অনেকের অভিযোগ। ২০১৭ সালে ঘোষণা করা হয়, পরিবেশ দূষণ এবং যানজট মোকাবেলায় ২০৩০ সালের মধ্যে হ্যানয়ে মোপেড, স্কুটার, মোটরবাইকসহ সব ধরনের দুই চাকার যান চলাচল নিষিদ্ধ করা হবে।
কিন্তু শহরের বাসিন্দারা মনে করেন উক্ত সময়ে মধ্যে এটা করা সম্ভব হবে না যদি না এসবের ভালো কোন বিকল্প চালু করা যায়।