বাংলাদেশসহ বিশ্বজুড়ে দুই চাকার যানবাহনের মধ্যে মোটরসাইকেল ও স্কুটার সমান জনপ্রিয়। তবে অনেকের মনে প্রশ্ন থেকে যায়—দুটির মধ্যে কোনটির গতি বেশি? সাধারণত মোটরসাইকেলকে দ্রুতগামী হিসেবে ধরা হলেও, স্কুটারও এখন আধুনিক প্রযুক্তি আর উন্নত ইঞ্জিনের কারণে গতি তুলনায় অনেক এগিয়েছে। চলুন জেনে নেওয়া যাক, কোন ক্ষেত্রে কার গতি বেশি হয়।
মোটরসাইকেলের গতি
মোটরসাইকেল সাধারণত শক্তিশালী ইঞ্জিন (১৫০সিসি থেকে ১০০০সিসি বা তারও বেশি) দিয়ে তৈরি হয়।
এর এরোডাইনামিক ডিজাইন ও গিয়ারবক্স সিস্টেমের কারণে দ্রুত এক্সিলারেশন পাওয়া যায়।
সাধারণ শহুরে বাইকগুলোর সর্বোচ্চ গতি প্রায় ১০০–১৩০ কিমি/ঘণ্টা পর্যন্ত হয়।
স্পোর্টস বাইকের ক্ষেত্রে গতি পৌঁছে যায় ২০০–৩০০ কিমি/ঘণ্টা বা তারও বেশি।
স্কুটারের গতি
স্কুটারের ইঞ্জিন সাধারণত ১১০সিসি থেকে ১৫০সিসি পর্যন্ত হয়ে থাকে।
এটি অটোমেটিক ট্রান্সমিশন (CVT) ব্যবহারের কারণে চালাতে সহজ হলেও দ্রুতগতির জন্য সীমাবদ্ধতা থাকে।
সাধারণ স্কুটারের সর্বোচ্চ গতি ৮০–১০০ কিমি/ঘণ্টা এর মধ্যে।
তবে প্রিমিয়াম বা ম্যাক্সি-স্কুটারগুলো (যেমন ৩০০সিসি–৬০০সিসি) ১৪০–১৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত গতিতে চলতে পারে।
তুলনামূলক বিশ্লেষণ
দূরপাল্লার গতি ও শক্তি: মোটরসাইকেল এগিয়ে।
শহরের ভিড় ও সহজ নিয়ন্ত্রণ: স্কুটার সুবিধাজনক।
সর্বোচ্চ স্পিড রেকর্ড: মোটরসাইকেল স্পষ্টভাবে এগিয়ে থাকে।
মোটরসাইকেল ও স্কুটার দুটিই নিজ নিজ ক্ষেত্রে কার্যকর। তবে যদি শুধুমাত্র গতি নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে নিঃসন্দেহে মোটরসাইকেল স্কুটারের চেয়ে বেশি গতিসম্পন্ন। অন্যদিকে, দৈনন্দিন শহুরে যাতায়াতের জন্য স্কুটারই অধিক আরামদায়ক ও
ব্যবহারবান্ধব।