মেয়ে, তোমার মেয়ে হওয়াই পাপ!

প্রদ্যোত রায়, দ্রোহের জলে দহন
মেয়ে, তোমার মেয়ে হওয়াই পাপ!

ছোকড়া বুড়ো যাচ্ছে সবাই
প্রেমের স্রোতে ভেসে,
যখন তুমি মধুর করে
উঠছো মেয়ে হেসে।

কারোর সাথে মিষ্টি কথন
তোমার কি আর সাজে!
পরশি মাসি, পাড়ার বুড়ি
বলবে তোমায় বাজে।

কেমন চলা, কেমন বলা
কেমন পরিধেয়,
এসব নিয়ে হচ্ছে দেদার
তোমায় করা হেয়।

মানুষতো নও, পণ্য তুমি
দেখছে যেমন লোকে,
নখ থেকে চূল সর্বদেহ
চাটছে তোমায় চোখে।

এটা নিষেধ সেটা নিষেধ
ওটাও করা বারণ,
পশুত্বকে করবে জাহির
শুধাও যদি কারণ।

সহ্য করেই রইলে ভালো
নইলে পড়বে রোষে,
জন্ম তোমার আজন্ম পাপ
জীবন ভরা দোষে!

Comments (0)
Add Comment