ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। এসময় নতুন মেয়রের সঙ্গে ছিলেন তার স্ত্রী আফরিন তাপস। বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের মেয়াদ গতকাল শুক্রবার শেষ হয়েছে।
আজ শনিবার (১৬ মে) দুপুরে নগর ভবনে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মো. এমদাদুল হকের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।