বাংলাদেশের প্রথম মেট্রোরেল বুধবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর তিনি প্রথম যাত্রী হিসাবে টিকিট কেটে এ গণপরিবহণে উত্তরা থেকে আগারগাঁও যান। আর প্রথম মেট্রোট্রেনটির চালক ছিলেন মরিয়ম আফিজা।
প্রধানমন্ত্রীকে আগারগাঁও মেট্রোস্ট্রেশনে নামিয়ে দেওয়ার পর তিনি বলেন, এমন একটি মুহূর্তে মেট্রোরেল চালাতে পেরে দেশবাসীর মতো আমিও খুব গর্ববোধ করছি। (বুধবার) সেই মেট্রোরেলের উদ্বোধন হলো। আর এই ট্রেনে চড়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী থাকায় আমি এবং আমরা মেট্রোরেল পরিবার খুবই আনন্দিত হয়েছি। বিজয়ের মাসে মেট্রোরেল বা ডিএমটিসিএল’র পক্ষ থেকে দেশবাসীর জন্য অনন্য এক উপহার। এই দিনটির জন্য যেমনিভাবে দেশবাসীর সবাই মেট্রোরেলের স্বপ্ন পূরণের জন্য মুখিয়ে ছিল। তেমনিভাবে আমাদেরও প্রচেষ্টা ছিল। কয়েক বছর ধরে নানান প্রশিক্ষণ, জানাবোঝার মাধ্যমে আমরা মেট্রোরেল পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত করেছি।
নারীর অগ্রযাত্রায় মেট্রোরেল প্রথম চালক নারী হওয়ার অনুভূতি সম্পর্কে মরিয়ম আফিজ বলেন, অবশ্যই এটা বড় ব্যাপার। বর্তমান সময়ে নারীরা কোথাও পিছিয়ে নেই। নারীরা প্লেনের পাইলট, জাহাজের ক্যাপটেন। নারীরা দেশ চালাচ্ছে, নারীরা সংসার চালাচ্ছে। করপোরেট সেক্টরেও বড় অবদান রাখছেন। সব জায়গায় নারীদের বড় অবদান রয়েছে। নারীরা এখন আর পিছিয়ে নেই। এজন্য নারীরা সাধুবাদ পেতেই পারে।
ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে বলেন, মেট্রোরেলের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। দেশের সব মানুষের যেমন স্বপ্ন ছিল, আমরা ডিজিটাল ট্রান্সপোর্টেশনে (গণপরিবহণ) যাচ্ছি এবং আমি তার অংশ হতে পারায় খুবই ভাগ্যবান মনে করছি।