মুক্ত হচ্ছেন আরো ২৩২৯ কারাবন্দি

করোনাভাইরাস পরিস্থিতিতে আরো দুই হাজার ৮৮৪ কারাবন্দিকে মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে দু দফায় ৫৫৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি দুই হাজার ৩২৯ জনকে মুক্তি দেওয়ার ব্যাপারে জেলারদের কাছে গতকাল শুক্রবার চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের এআইজি মুহাম্মদ মঞ্জুর হোসেন।

তিনি বলেন, প্রথম দু দফায় আমরা ৫৫৫ কারাবন্দিকে মুক্তি দিয়েছি। চূড়ান্ত ধাপে, অর্থাৎ আগামী সোমবারের ভেতরে দুই হাজার ৩২৯ কারাবন্দিকে মুক্তি দেওয়া হবে। মুক্তি দেওয়ার জন্য যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেসব কাজ প্রায় শেষ। কারা অধিদপ্তরের ডিআইজি অফিসের মাধ্যমে মুক্তি দেওয়া হবে এমন কারাবন্দীদের তালিকা দেশের ৬৮টি কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, দেশের ১৩টি সেন্ট্রাল জেল ও ৫৫টি জেলা কারাগারের জেলারদের কাছে গতকালই ( শুক্রবার) এই তালিকা পৌঁছে দেওয়া হয়েছে। জেলাররা কয়েদিদের মুক্তি দেওয়ার কাজও এগিয়ে নিচ্ছেন। এ দুই হাজার ৩২৯ জনের মধ্যে কিছু কয়েদিকে এরই মধ্যে মুক্তি দেওয়া হয়েছে। বাকিরা আগামী দুদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবেন। তবে যাদের জরিমানার টাকা বাকি, তাদের ছাড়তে একটু দেরি হতে পারে। আর জরিমানার টাকা পরিশোধ করলে তারাও দুদিনের মধ্যে মুক্তি পাবে।’

এআইজি মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এই দুই হাজার ৩২৯ কারাবন্দির মধ্যে ঢাকা বিভাগের ৯৫৩ জন, ময়মনসিংহ বিভাগের ৭৭, চট্টগ্রাম বিভাগের ৩৫৪, সিলেট বিভাগের ৬৯, খুলনা বিভাগের ১৫৮, বরিশাল বিভাগের ৯৭, রাজশাহী বিভাগের ৪২৩ ও রংপুর বিভাগের ১৯৮ জনকে মুক্তি দেওয়ার চিঠি এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment