মুক্তির দিনেই পাইরেসির কবলে ‘ওয়ার-২’

বলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার-২’ বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি অভিনীত এই ছবিটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাইরেসির কবলে পড়ে যায়। মুক্তির দিন ১৪ আগস্ট দুপুরেই সিনেমাটির এইচডি প্রিন্ট ফাঁস হয়ে যায় বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট ও টেলিগ্রাম চ্যানেলে।

বিশেষ করে এইচডিহাব৪ইউ নামের একটি পাইরেসি সাইটে ছবিটি ৪৮০পি, ৭২০পি এবং ১০৮০পি কোয়ালিটিতে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইন স্ট্রিমিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মুক্তির পরপরই ‘ওয়ার-২ ফ্রি ডাউনলোড’ সার্চ টার্ম সার্চ ইঞ্জিনে ট্রেন্ডিং হতে শুরু করে। পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদা, সিনেফ্রিকসহ একাধিক সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে ছবির অবৈধ কপি। এরপর মুহূর্তেই লিঙ্ক পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া ও বড় বড় টেলিগ্রাম চ্যানেলে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছবির প্রথম দিনের বক্স অফিস আয়কে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে। ‘ওয়ার-২’ এর টিম এবং হৃতিক, এনটিআর ও কিয়ারা ভক্তরা নেটদুনিয়ায় আহ্বান জানাচ্ছেন— ‘থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন। পাইরেসি সরাসরি বক্স অফিস আয়ে প্রভাব ফেলে।’

‘ওয়ার-২’ পরিচালনা করেছেন আয়ান মুখার্জি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ এই ছবিতে ভারত-পাক সংঘাতের পটভূমিতে এগিয়ে যায় কাহিনি। হিন্দি, তামিল ও তেলেগু— তিন ভাষায় মুক্তি পেয়েছে ২০০ কোটি রুপি বাজেটের এই বিগ বাজেট সিনেমা।