বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে তরিকুল নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ফুলতলী ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মিয়ামারের ২শ মিটার অভ্যন্তরে ঘটনা ঘটে। পরে স্থানীয় আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহত তরিকুল কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চোরাই পথ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে তরিকুল। এ সময় সীমান্তে পুতে রাখা মাইন বিস্ফোরণ হলে তরিকুলের বাম পায়ের নিচের অংশ উড়ে যায় এবং হাতেও আঘাতপ্রাপ্ত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চোরা চালানের মালামাল আনতে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিল তরিকুল।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ফুলতলী এলাকায় মিয়ানমারেরর অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। বাম পায়ে ও হাতে আঘাত পেয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।