রাজধানীর মিরপুরে মাটি খননের সময় মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার (৬ অক্টোবর) সকালে মিরপুর চিড়িয়াখানা এলাকার সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় বস্তুটি উদ্ধার করা হয়। বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বোম ডিসপোজাল ইউনিট।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে দুপুরে মিরপুর-১ নম্বরের রাইনখোলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।