কলকাতা প্রতিনিধিঃ
ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। গেলো বছর ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করে বর্তমানে তিনি এমপি-ও বটে। এর মাধ্যমে তার সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে।
নায়িকা মিমি যেদিন নির্বাচনে দাঁড়ালেন, সেদিন থেকেই তাঁকে ট্রোল করা হচ্ছে, তবে তিনি এতে একদমই বিচলিত নন। কারণ তাঁর মতে ছবিতে অভিনয় করে যশ, অর্থ,পরিচিতি সবই তিনি অর্জন করেছেন। তাই স্বাভাবিকভাবেই রাজনীতিতে তিনি মানুষের জন্য কাজ করতেই এসেছেন। তাই কে কি সমালোচনা করল তাতে কান দিতে চান না তিনি। রাজনীতিতে তাঁর আইডল কে, এ প্রশ্নের উত্তরে এক বাক্যে বলেন, ‘‘কেন! আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কে-ই বা হতে পারেন!’’
তার একটি পোষ্য কুকুর আছে, নাম “চিকু”। চিকুকে নিয়েই অবসর কাটে মিমির।