‘মিথ্যা বলায় কমিউনিস্ট চীন বন্ধ করুন’

করোনা মহামারী নিয়ে ‘মিথ্যা বলায়’ চীনের কমিউনিস্ট সরকারকে এর জন্য জবাবদিহি করতে হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রিপাবলিকান রাজনীতিবিদ নিকি হ্যালি।

এ জন্য মার্কিন কংগ্রেসকে কাজ করার আহ্বান জানিয়ে একটি অনলাইন পিটিশন চালু করেছেন তিনি। যেখানে ‘কমিউনিস্ট চীন বন্ধ করুন’ এই শিরোনামে প্রচারণা চলছে।

অনলাইন পিটিশন চালুর কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার রাত পর্যন্ত এতে স্বাক্ষর করেছেন প্রায় ৪০ হাজারের বেশি মানুষ। ‘কমিউনিস্ট চীন বন্ধ করুন’ এই কার্যক্রমে ১ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

৪৮ বছর বয়সী জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে মিথ্যা বলায় এর দায় নেওয়া দরকার চীনের কমিউনিস্ট সরকারকে। এ জন্য মার্কিন কংগ্রেসকে এখনই ব্যবস্থা নেওয়া দরকার।’

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই রাজনীতিবিদ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘চীন বন্ধের এই লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দিন। পিটিশনে স্বাক্ষর করুন। দয়া করে আপনার বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন।’

তিনি আরও বলেন, ‘এই মহামারী নিয়ে চীনা কমিউনিস্ট সরকারের প্রতারণা ও কারচুপি বন্ধে পিটিশনে সই করা দরকার। চীনের ক্রমবর্ধমান প্রভাব রোধ করতে কংগ্রেসের এখনই কাজ করা দরকার।’

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চীনের উহান থেকে উৎপত্তি হয়। অভিযোগ রয়েছে প্রথম দিকে এটি গোপন করার চেষ্টা করে চীন।

Comments (0)
Add Comment