মাহিন্দা রাজাপাকসেকে অবিলম্বে গ্রেপ্তারের আবেদন

শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সহ সাতজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে দেশটির একজন আইনজীবী ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) নির্দেশনা দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন। তাদের বিরুদ্ধে সপ্তাহের শুরুর দিকে টেম্পল ট্রিস (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) এর সামনে এবং গ্যালে ফেস এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানিয়েছে- ওই আইনজীবী তাদেরকে গ্রেপ্তার করতে সিআইডিকে নির্দেশ দেওয়ার জন্য কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির স্থানীয় আদালত।

Comments (0)
Add Comment