মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা শাহবাগে

রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও নির্ধারিত সময়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মী শাহবাগে সমাবেশ ও অবস্থান করছেন। সোমবার (২৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন।

তারা বলেন, আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই। তাই আজ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছি।

এদিকে তারা শাহবাগে অবস্থান নেওয়ায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

রাজশাহী থেকে আসা জয়নাল আলী বলেন, ‘আমরা শাহবাগে রাস্তার পাশে অবস্থান নিয়েছিলাম। পুলিশ ভাইয়েরা ওখান থেকে আমাদের সরিয়ে দিয়েছে। তারপর আধা ঘণ্টা ধরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। আমাদের দাবির কথা শুনতে হবে।’

জয়নাল আলী আরও বলেন, ‘আমরা সব টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে পারিনি। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলেছিল, আমাদের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু এখনো টাকা ফেরত দেওয়া হয়নি। অনেককে সিন্ডিকেট অফিস মাত্র এক লাখ টাকা দিয়েছে। কিন্তু এক লাখ টাকায় আমাদের কাগজপত্র হয়নি। ওখান থেকে এক লাখ টাকা দিলে বাকি টাকা আমাদের কে দেবে? আমাদের প্রত্যেকের কমপক্ষে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। আরও উপরি নিয়েছে। কিন্তু ওনারা আমাদের টিকিট দিতে পারেনি। এই ব্যর্থতা তো আমাদের না।’

Comments (0)
Add Comment