মালদ্বীপে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান

মালদ্বীপজুড়ে অবৈধ অভিবাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। এ পর্যন্ত ২১ অবৈধ প্রবাসী আটক হয়েছেন; যাদের বেশিরভাগই বাংলাদেশি। এ অবস্থায় প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এশিয়া মহাদেশে উন্নত দেশের তালিকায় মালদ্বীপ অন্যতম। দেশটিতে বৈধ-অবৈধ মিলে বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপজুড়ে প্রতিদিনই চলছে বিশেষ অভিযান। আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার। চালুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে এক হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে।

মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়ছেন বলে জানান প্রবাসীরা।

এমন পরিস্থিতিতে অভিযোগ দেয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, আমি অনুরোধ করব বাংলাদেশি যারা এখানে রয়েছেন তারা বাংলাদেশি অভিবাসী আইন যেটি রয়েছে সেটি মেনে চলবেন। ভিসার বাইরে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকবেন।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ২০২৪ সালে পাঁচ হাজার ৬শ জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ। যার বেশিরভাগই বাংলাদেশি।

Comments (0)
Add Comment