চীনের বৃহত্তম নভোযান ‘লংমার্চ ফাইভ বি’র ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরের একটি অংশে আছড়ে পড়েছে।
রোববার (৯ মে) সকালে চীনের গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চীনের ন্যাশনাল স্পেস অ্যামিনিস্ট্রেশনের দেওয়া তথ্য অনুযায়ী, মালদ্বীপের সময় রোববার সকাল ৭টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ২৪ মিনিটে) রকেটের ওই ধ্বংসাবশেষটি পৃথিবীতে আছড়ে পড়ে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস করপোরেশন থেকে এক টুইটে বলা হয়, রোববার চীনের ‘লংমার্চ ফাইভ বি’র রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরপরই রকেটের ধ্বংসাবশেষ পুড়ে যাবে। তাই সেটির কারণে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বললেই চলে।
তবে হার্ভার্ড ভিত্তিক জ্যোতির্বিজ্ঞানী জনাথন ম্যাকডোয়েল এর আগে রয়টার্সকে বলেছিলেন, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর রকেটের ধ্বংসাবশেষের পুরোটা পুড়ে না গিয়ে সেটার কিছু অংশ ভূমিতে আঘাত করতে পারে, হয়তো আবাসিক এলাকাতে।