মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এবার পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৭টি দেশের এই জোট মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার লুক্সেমবার্গে অনুষ্ঠিক এক জরুরি বৈঠকে ইইউ নেতারা এই প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী ১৬ মে থেকে মার্কিন পণ্যের ওপর ইইউর এই নতুন শুল্কনীতি কার্যকর হতে পারে।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই শুল্কযুদ্ধ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল।
ট্রাম্প ইইউভুক্ত দেশগুলোর ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এই শুল্ক প্রযোজ্য হচ্ছে, ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়িসহ আরও বিভিন্ন পণ্যে। এর পাশাপাশি ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আরও বহু পণ্যে। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা অ্যালকোহলযুক্ত পানীয়ে ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে ফ্রান্স, ইতালির মতো ইইউ সদস্যভুক্ত দেশগুলো। এমন পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল ইউরোপীয় ইউনিয়ন।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন পণ্যের ওপর ইইউ নেতারা পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিলেও ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিনের শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চান। তিনি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে শুল্ক যুদ্ধ চালিয়ে যাবে ইইউ এবং আমাদের সেই প্রস্তুতি রয়েছে।
এদিকে গতকাল সোমবার চীনও মার্কিন পণ্যের ওপর পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীন যদি মঙ্গলবারের (আজ) মধ্যে তার সিদ্ধান্ত থেকে না সরে আসে, তাহলে চীনা পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করে মোট ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হবে।