মাতারবাড়ীকে শিপিং হাবে রূপান্তরে আগ্রহী সৌদির কোম্পানি

বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ীকে এই অঞ্চলের অন্যতম শিপিং হাবে রূপান্তরে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল। বিশ্বমানের টার্মিনাল সরবরাহকারী প্রতিষ্ঠানটি মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দর পরিচালনায়ও আগ্রহ দেখিয়েছে।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কোম্পানিটির নির্বাহী চেয়ারম্যান আমির এ আলীরেজা।

প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে আরও বিনিয়োগের এবং দেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করার আহ্বান জানান।

বৈঠকে আলীরেজা বলেন, পতেঙ্গা টার্মিনাল পরিচালনাকারী রেড সি গেটওয়ে টার্মিনালের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রায় ২০০ মিলিয়ন ডলার (প্রায় ২০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে।

আলীরেজা আরও বলেন, কোম্পানিটি সম্প্রতি চীন থেকে ২ কোটি ৫০ লাখ ডলারের কন্টেইনার হ্যান্ডলিং ক্রেন এবং অন্যান্য সরঞ্জাম আমদানির আদেশ দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ২ কোটি ৫০ লাখ ডলারের সরঞ্জাম আমদানির কার্যাদেশ দেবে। এই বন্দরে বিনিয়োগ এবং এটিকে এই অঞ্চলের অন্যতম শিপিং হাবে পরিণত করতে আগ্রহী।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জেনেভায় জাতিসংঘে ঢাকার স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।

Comments (0)
Add Comment