মহাস্থানগড় এলাকায় কালো পাথরের মূর্তি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন খননকালে তিন কেজি ২০০ গ্রাম ওজনের কালোপাথরের একটি মূর্তির ভাঙা অংশ পাওয়া গেছে। এটি প্রাচীন আমলের বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় ঈদগা মাঠের পাশ থেকে মূতিটি উদ্ধার করে পুলিশ। সেখানে পলি আক্তার পিংকি নামে একজনের বাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন খননকালে এটি পাওয়া যায়। খনন কাজ করা শ্রমিকরা মূতিটি পেয়ে প্রথমে আত্মসাৎ করার চেষ্টা করেন। একপর্যায়ে বিষয়টি পিংকি জানতে পারেন।

পরে পিংকির কাছে মূর্তি পাওয়ার বিষয়টি স্বীকার করতে বাধ্য হন শ্রমিকরা। জানতে পেরে পিংকি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে বিষয়টি জানান। বর্তমানে এটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

জানতে চাইলে মহাস্থান যাদুঘরের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা বলেন, শিবগঞ্জ থানা পুলিশকে সঙ্গে নিয়ে কালো পাথরের মূর্তির অংশ উদ্ধার করা হয়েছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, ড্রেন খননকালে মূর্তিটির ভাঙা অংশ পাওয়া গেছে। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

Comments (0)
Add Comment