মৌলভীবাজার জেলায় অবস্থিত বিভিন্ন চা বাগানের জন্য চারটি পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড। আগ্রহীরা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চা বোর্ড
পদের সংখ্যা: ০৪টি
জনবল: ৫টি
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: মৌলভীবাজার
পদের বিবরণ ও পদসংখ্যা: মহাব্যবস্থাপক ১টি, উপব্যবস্থাপক ২টি, মাঠ পর্যায়ে সহকারী ব্যবস্থাপক ১টি ও কারখানার সহকারী ব্যবস্থাপক ১টি।
আবেদনপত্র সংগ্রহ: বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ফি: সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।