মশার উপদ্রবে রাজধানীজুড়ে উদ্বেগ

রাজধানীতে সম্প্রতি মশার উপদ্রব উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে কিউলেক্স মশার সংখ্যা বৃদ্ধির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। মশার এই উপদ্রবে শুধু ঘুমের ব্যাঘাতই হচ্ছে না; ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকিও বেড়েছে আশঙ্কাজনকভাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০২৪ সালে সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হন ১ লাখ ১,২১৪ জন। বছরজুড়ে এই রোগে প্রাণ হারান ৫৭৫ জন। দেশের অন্যান্য জায়গার তুলনায় ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেশি।

মশক নিধন কার্যক্রম কখনোই খুব শক্তিশালী ছিল না ঢাকার দুই সিটি কর্পোরেশনে। কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও তাই এর সুফল সেভাবে পায় না নগরবাসী। প্রতি বছর মশা নিয়ন্ত্রণে নানা কার্যক্রম হাতে নেওয়া হলেও বাস্তবে তার প্রয়োগ কম।

সিটি কর্পোরেশন যা বলছে: সম্প্রতি মশার বাড়বাড়ন্ত নিয়ে নগরবাসীর অভিযোগ, কিউলেক্স মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। মশা নিধনে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না ঢাকার দুই সিটি কর্পোরেশনের কেউ। আগে সপ্তাহে একবার মশার ওষুধ ছিটালেও এখন এক মাসেও তাদের দেখা মেলা ভার। ফলে দিন-রাত বাসাবাড়িতে মশায় কামড়ায়। সারাদিন বাসায় কয়েল জ্বালিয়ে বা মশারি টানিয়ে রাখতে হয়।

তবে এসব অভিযোগ পাশ কাটিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দাবি, মশা নিধনে তারা প্রতিদিনই ওষুধ ছিটায় এবং এ বিষয়ে বিভিন্ন অভিযানও অব্যাহত আছে। এমনকি মানুষকে সচেতন করতে নানা সময় জরিমানাও করা হচ্ছে, কিন্তু যে হারে মশার উপদ্রব বাড়ছে, তা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি তাদের।

স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন বলেন, মশা নিধনের জন্য ঢাকার দুই সিটিকে (কর্পোরেশন) প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছি। যেহেতু এখন নির্বাচিত কেউ (সিটি মেয়র) নেই, তাই আমাদের দুই প্রশাসক প্রতিটি জোন ভাগ করে দিয়েছেন; সে অনুযায়ী কাজ চলছে।

নিজাম উদ্দিন আরও বলেন, মশা নিধনে যা করণীয়, আমরা তা-ই করব। এজন্য মানুষকেও সচেতন হতে হবে। যেকোনো জায়গায় ময়লা, পানি জমিয়ে রাখাসহ যেসব কারণে মশার বৃদ্ধি ঘটে, সচেতনভাবে সেসব কাজ থেকে বিরত থাকতে হবে। তারপরও যারা অবহেলা করছেন তাদের জরিমানা করা হচ্ছে।

শুধু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলে নয়, বছরব্যাপী মশা নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিশেষজ্ঞদের হুঁশিয়ারি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, জানুয়ারি মাসের শুরু থেকে নগরীতে কিউলেক্স মশা বাড়ছে। এভাবে আগামী মার্চ পর্যন্ত মশা বাড়বে। মশা বৃদ্ধি পাওয়ায় নগরবাসীর কষ্ট সহজেই অনুমান করা যায়। এ থেকে পরিত্রাণ পেতে হলে দুই সিটি কর্পোরেশনের উচিত ডেঙ্গুর মতো কিউলেক্স মশা নিয়ন্ত্রণেও পদক্ষেপ নেওয়া। তা-না করলে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়বে।

ড. কবিরুল বাশার বলেন, “আমাদের সঙ্গে সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারকে বেশ কয়েকটি শর্ত ছিল, যার অধিকাংশই পূরণ হয়নি। শুধু একটি শর্ত তারা পালন করছে, সেটি হলো- ডিএনসিসির পাঁচটা জোনে শুধু গবেষণা করা। অর্থাৎ ওয়ার্ডগুলোতে মশার লার্ভা কেমন আছে, কোনটাতে বেশি, কোনটাতে কম, কোন ওয়ার্ডে বেশি ওষুধ ছিটাতে হবে বা কোন ধরনের ওধুষ ছিটাতে হবে- কেবল এসব নিয়ে কাজ হয়েছে।”

ড. কবিরুল বাশার আরও বলেন, “প্রতি সপ্তাহে আমরা ডিএনসিসিতে এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠাচ্ছি। তবে তারা কাজ করছে কি-না, তা জানি না।”

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন সেন্টু বলেন, আগে মাঠপর্যায়ে মশক নিধন কার্যক্রম তদারকি করতেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা। তবে ৫ আগস্টের পর সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় এখন মশার উপদ্রব নিয়ে কারও কোনো জবাবদিহি নেই। কে মশা নিধন করবে- আমরাও আসলে জানি না। বর্তমান সরকারের উচিত, আমাদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া।

বাড্ডার বাসিন্দা জুনায়েদ বলেন, মশা এখন প্রতিটি সময়ের সাথী। দিনেও মশারি লাগে, রাতেও মশারি, কী একটা অবস্থা তৈরি হয়েছে! অথচ মশা নিধনে কোনো কার্যকর পদক্ষেপ দেখছি না। মশা নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম সবসময়ই প্রশ্নবিদ্ধ। এখন তা চরম আকার ধারণ করেছে।

মিরপুরের বাসিন্দা শহীদুল হক বলেন, এডিস মশার উপদ্রব অনেক বেড়েছে। এখন সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে রাস্তা বা গলিতে দাঁড়ালেই মৌমাছির মতো চারদিক থেকে ঘিরে ধরে মশা। মশার কারণে বাচ্চাদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়।

সিটি কর্পোরেশনের উদ্যোগ: মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত ফগার মেশিন ও লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এছাড়া মশা নিধনে নতুন ওষুধও আমদানি করা হয়েছে বলে দাবি তাদের। এমনকি, পানি জমে থাকলে ভবন ও স্থাপনার মালিকদের জরিমানা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

এর মধ্যে ডিএনসিসি বলছে, রাজধানীর ১৯৬.২২ বর্গকিলোমিটার এলাকার ৫৪টি ওয়ার্ড ডিএনসিসির আওতাভুক্ত। চলতি অর্থবছরে মশা নিধনে প্রায় ১১০ কোটি টাকা বরাদ্দ রেখেছে তারা। এর মধ্যে মশা নিধনে কীটনাশক কিনতে রাখা হয় ৬৫ কোটি টাকা এবং বাকি অর্থ ফগার, হুইল, স্প্রে মেশিন ও পরিবহন, ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ও মশা নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কিনতে বরাদ্দ রাখা হয়। এই টাকা দিয়েই ডিএনসিসির সবগুলো ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


মশা নিধনে লালবাগ বেড়িবাধ রোডের পরিত্যাক্ত সাইটে ওষুধ স্প্রে করছেন একজন কর্মী। ছবি: সংগৃহীত

কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত মশক নিধন কার্যক্রম ঠিকমতোই চলছিল। তবে তার পর থেকে মেয়র বা কাউন্সিলর না থাকায় এই কার্যক্রম স্থবির পড়ে। এখন যারা মশার ওষুধ ছিটান, তাদের তেমন কোনো জবাবদিহি নেই। ফলে ডেঙ্গুর পাশাপাশি কিউলেক্স মশাও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

অপরদিকে, এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি। তাদের দাবি, সে অনুযায়ী কার্যক্রমও চলছে। তারপরও কিউলেক্স মশা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এজন্য ২০ থেকে ৩১ জানুয়ারি ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করেছে তারা।

ডিএসসিসি সূত্র জানায়, মশা নিধনে ডিএসসিসি চলতি অর্থবছরে বরাদ্দ রেখেছে ৪৪ কোটি টাকা। তবে প্রয়োজনে বরাদ্ধ আরও বাড়ানো হবে।

মশা নিধনে ডিএসসিসির কার্যক্রম অব্যাহত আছে জানানো হলেও বাস্তবে তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। ৫ আগস্টের পর থেকে মশক নিধন অভিযান চললেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

Comments (0)
Add Comment