মন্ত্রী প্রধান নির্বাহীদের বেতন ২০% কমালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারীর মধ্যে পরবর্তী ছয় মাসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন, মন্ত্রী ও সরকারি প্রধান নির্বাহীদের বেতনের ২০ শতাংশ কেটে নেয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

গত তিন সপ্তাহ ধরে দেশটির স্কুল, সরকারি অফিস ও অপ্রয়োজনীয় সেবাগুলো বন্ধ রয়েছে। অর্থনৈতিক তৎপরতাও নিশ্চল হয়ে পড়েছে।

বিশ্বের সবচেয়ে কঠোর লকডাউনের বিধিনিষেধ আরোপ করা দেশগুলোর একটি নিউজিল্যান্ড। বৈশ্বিক ও দেশীয় অর্থনীতিতে ধীরগতির দরুন বেকারত্ব বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সরকার।

এক সংবাদ সম্মেলনে আরডার্ন বলেন, এটা হচ্ছে সেই জায়গা, যেখানে আমরা পদক্ষেপ নিতে পারি, আর সে কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা স্বীকার করছি যে বৈশ্বিক মহামারীর কারণে নিউজিল্যান্ডের নাগরিকদের মজুরি কমে গেছে, বেতন কাটছাঁট হয়েছে, আর লোকজন চাকরি হারাচ্ছেন।

নিউজিল্যান্ডে বুধবারেও ২০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট এক হাজার ৩৮৬ জন আক্রান্ত হলেন।

এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে। চতুর্থ পর্যায়ে লকডাউন বাড়ানো হবে কিনা; আগামী সপ্তাহে সেই সিদ্ধান্ত নেবে দেশটির সরকার।

মঙ্গলবার ব্যবসায়ীদের সামনে দেয়া এক বক্তৃতায় নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী বলেন, যদি সরকার বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয়, তবে নিরাপদ অর্থনৈতিক তৎপরতাকে অনুমোদন দেয়ার প্রতিই জোর দেয়া হবে।

Comments (0)
Add Comment