ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য: তারকার পেজ মুছলো ফেসবুক

করোনাভাইরাস ও এর ভ্যাকসিন নিয়ে বারবার ভুল তথ্য শেয়ার করায় অস্ট্রেলিয়ার ফেসবুক তারকা সেফ পিটি ইভানের পেজ মুছে দেওয়া হয়েছে। সামাজিক এই যোগাযোগ মাধ্যমে ইভানের অনুসারীর সংখ্যা ছিল ১৫ লাখের মতো।

কর্তৃপক্ষ বলছে, বারবার করোনা ও ভ্যাকসিন নিয়ে ইভান যেসব ষড়যন্ত্রমূলক ভুল তথ্য শেয়ার করছিলেন তার কোনও ভিত্তি পাননি বিশেষজ্ঞরা।

বিবিসি জানিয়েছে, এর আগে একই কারণে তার পোস্ট সরিয়ে নেওয়া হয়। তবে সতর্ক হননি এই ফেসবুক তারকা। এরপরই ফেসবুক তার পুরো পেজটিই মুছে ফেলে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা কাউকেই করোনা কিংবা ভ্যাকসিন নিয়ে কোনও ভুল তথ্য শেয়ার করতে দিতে পারি না।’

কয়েকবার ‘নীতি’ না মানার কারণে এই তারকার পেজটি স্থায়ীভাবে মুছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

ফেসবুকের এই সিদ্ধান্তের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন ইভান। ফেসবুকের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন ইভান ভক্তরাও।

Comments (0)
Add Comment