ভোক্তা অধিকারের শাহরিয়ারের করোনা জয়

অবশেষে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এখন পরিবারসহ তিনি করোনা মুক্ত। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মঞ্জুর শাহরিয়ার বলেন, পরশু রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় এসেছি। আজ পরিবারের অন্যান্যদের রিপোর্ট পেলাম। আল্লাহর রহমতে সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

তার ফুসফুসে করোনা ভাইরাস সংক্রমণ হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে ফুসফুসে সংক্রমণের চিকিৎসা এখনও চলছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

তিনি বলেন, ১৫ দিন বাসায় বিশ্রামে থেকে চিকিৎসা নিতে বলেছেন চিকিৎসকরা। ১৫ দিন পর আবার ফুসফুস সংক্রমণের পরীক্ষা করা হবে।

গত ১৩ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এর এক সপ্তাহ পর তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা করা হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

শাহরিয়ারের স্ত্রী এবং মেয়ে ও ছেলে বাসায় থেকে চিকিৎসা নেন। মঙ্গলবার তাদেরও করোনা রিপোর্ট নেগেটিভ আসে

Comments (0)
Add Comment