মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহত শিক্ষার্থীর পা ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মুহসীন হলের আহত দুই শিক্ষার্থীর মধ্যে একজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ। অন্যজন একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। দুজনই নিচে লাফ দেওয়ার সময় আঘাত পান।
এদিকে স্যার এ এফ রহমান হলের একটি কক্ষেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
ভূমিকম্পের সময় বিভিন্ন হলের শিক্ষার্থীরা দৌড়ে নিচে নেমে আসে। বহু ভবনে কম্পন অনুভূত হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই বাসা-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।