‘ভাসানী পদক-২০২০’ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, রাজনীতিক, ভাসানী পরিষদের সভাপতি বুলবুল খান মাহবুব।
গত ২১ জানুয়ারি ২০২০ ‘আবুবকর ভাসানী ফাউন্ডেশন’ কর্তৃক কবি বুলবুল খান মাহবুবকে ‘ভাসানী পদক-২০২০’ প্রদান করা হয়।
কিন্তু অসুস্থতাজনিত কারণে তিনি স্বশরীরে পুরস্কার গ্রহণ করতে পারেন নি। তাঁর পক্ষ থেকে ভাসানী পরিষদ এর সদস্যগণ উক্ত পদক গ্রহণ করেন। গতকাল বুলবুল খান মাহবুবের হাতে তা হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর পৌত্র এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক এম.এ. আজাদ খান ভাসানী মাল্টিনিউজটোয়েন্টিফোর কে বলেন, “আমরা শ্রদ্ধেয় বুলবুল খান মাহবুব চাচার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”