রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৬ মার্চ ) বেলা ১১টার দিকে বস্তিতে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কর্মকর্তা রাফি আল ফারুক।
পরে কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, ভোররাত ৩টার দিকে গাবতলী এলাকার আরেকটি বস্তিতে আগুন লাগে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
তিনি জানান, ঘনবসতিপূর্ণ ওই বস্তির আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁওয়ের আটটি ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।