ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে গাজার অস্থায়ী ক্যাম্পগুলোর বাসিন্দারা

টানা ভারি বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন গাজা সিটির অস্থায়ী ক্যাম্পগুলোর বাসিন্দারা। দীর্ঘ সংঘাতের মাঝে এই বৃষ্টি যুদ্ধবিধ্বস্ত উপত্যকার মানুষের কষ্টকে দ্বিগুণ করেছে। পূর্ব সতর্কতা না থাকায় সামান্য যা কিছু ছিলো তাও ভিজে নষ্ট হয়েছে বৃষ্টির পানিতে।

বিছানা, কাপড়, সামান্য জিনিসপত্র; ভিজে গেছে সবকিছুই। রাতভোর ভেজা শরীর নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে কেটেছে তাদের। মাথার ওপর স্থায়ী ছাদ না থাকায় দুর্দশা যেন চরমে পৌঁছেছে গাজার বাসিন্দাদের।

চলমান সংকটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় উপত্যকায়। ফলে বৃষ্টি থামলেও পানি জমে আছে আশ্রয়কেন্দ্রগুলোতে। যা বাড়াতে পারে সংক্রমক রোগ ছড়ানোর ঝুঁকি। একই সাথে আসন্ন শীতের এর পুর্বাভাসও উদ্বেগ বাড়িয়েছে গাজার বাসিন্দাদের ।

তবুও টিকে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা। বৃষ্টি থামার সাথে সাথেই জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা শুরু করেছে তারা। এছাড়া চলছে অস্থায়ী তাবুগুলোকে যতটা সম্ভব প্লাস্টিক বা পলেথিন দিয়ে ঢাকার চেষ্টাও।

যুদ্ধবিরতির ফলে গাজায় ত্রাণ কিছুটা বাড়লেও, জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে, ফিলিস্তিনিরা এখনও খাদ্য, ওষুধ ও আশ্রয়সহ জরুরি জিনিসপত্রের তীব্র সংকটে ভুগছে।