করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধ করতে জাপান কিছু দেশ থেকে ফিরে আসা জাপানি নাগরিক এবং বিদেশী বাসিন্দাদের জন্য কঠোর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে ভারত, গ্রীস এবং রোমানিয়ার নাম। এদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যও রয়েছে ওই তালিকায়।
ওই তিনটি দেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের কলোরাডো, হাওয়াই, মিনেসোটা এবং নিউ ইয়র্ক রাজ্যের পর্যটকদের জন্য প্রয়োজনীয় দুই সপ্তাহের কোয়ারেন্টাইন সময়ের তিন দিন সরকার-নির্ধারিত স্থানে কাটাতে হবে বলে জাপান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিশ্বব্যাপী নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি টাস্ক ফোর্স উক্ত সিদ্ধান্ত নেওয়ার পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো ওই তালিকা সম্প্রসারণের ঘোষণা দেন।
অস্ট্রিয়া, ইকুয়েডর এবং ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে ওই একই ‘তিন দিনের নিয়মের’ তালিকায় রয়েছে। আরও কয়েক ডজন দেশ কঠোর কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তার মধ্যে পড়েছে, যেসব দেশের ভ্রমণকারীদের ১০ দিনের জন্য সরকার-নির্ধারিত স্থানে থাকতে হবে।
উল্লেখ্য, জাপানে মঙ্গলবার প্রথম ওমিক্রণে সংক্রমিত রোগী সনাক্ত হয়।