ভারতের সঙ্গে আওয়ামী লীগের সব চুক্তি বাতিল চেয়ে ‘গেট লক’ কর্মসূচি

দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে তার মেয়ে শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ‘গেট লক’ কর্মসূচি নিয়ে বসেছে ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’ নামের একটি সংগঠন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের শাহবাগ জোনের পেট্রল ইন্সপেক্টর বুলবুল আহমেদ বলেছেন, হাই কোর্টের উল্টাদিকে ওই মন্ত্রণালয়ের সামনে মঙ্গলবার ((১১ ফেব্রুয়ারি) দুপুর একটা থেকে আধাঘণ্টা বসেছিলেন সংগঠনের সদস্যরা। এসময় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের গাড়ি মন্ত্রণালয়ের ভেতের ঢুকতে কিছুটা বাধাগ্রস্ত হয়।

ইন্সপেক্টর বুলবুল আহমেদ বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূতের গাড়ি আসার তাদের গেইট ছেড়ে সরে দাঁড়াতে বললে তারা সরে দাঁড়ায়। পরে রাষ্ট্রদূতের গাড়ি নিরাপদে প্রবেশ করে।

‘আগ্রাসন বিরোধী আন্দোলন’ সংগঠনের সদস্য আল আমিন বলেন, শেখ মুজিব সরকারের সময় এবং শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে যেসব চুক্তি বাংলাদেশ করেছে তা বাতিলের দাবি রাখছি কয়েকদিন ধরেই।

এ ব্যাপারে সরকারকে স্মারকলিপি দেওয়া হয়েছে জানিয়ে আল আমিন অভিযোগ করে বলেন, “আমাদের দাবির ব্যাপারে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না বলেই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেইট লক কর্মসূচি পালন করছি।”

বুধবারও একই কর্মসূচির ঘোষণা দিয়ে সংগঠনের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেইট ছাড়েন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা বুলবুল আহমেদ।

Comments (0)
Add Comment