ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিবাদমান পার্বত্য অঞ্চল লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলওসি) এ ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নৌশেরা সেক্টরে দুদেশের সীমান্ত পাহারায় নিয়োজিত সেনা সদস্যদের মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত সেনারা হলেন-নায়েক শাহজাহান (৩৫) এবং সিপাহী হামেদ (২১)।
ভারতের উপ সেনাপ্রধান লে. জেনারেল সতিনদার কুমার সাইনি জানান, মঙ্গলবার পাকিস্তানের সেনা সদস্যরা সীমান্ত রেখা পার হয়ে ভারতে আসার চেষ্টা করলে তাদের গুলি করা হয়।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে তাদের দুই জওয়ান ‘শহীদ’ হয়েছেন।