ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টাকে আটকানো গেছে: অমর্ত্য সেন

ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফল নিয়ে দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মত ছিল, ভারতের নাগরিকরা বিজেপির হিন্দুরাষ্ট্রের আদর্শকে প্রত্যাখ্যান করেছেন। এবার তিনি মন্তব্য করলেন, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টা থেকে কিছুটা আটকানো গিয়েছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়ঃ শনিবার বোলপুরে অনুষ্ঠিত প্রতীচী ট্রাস্টের ‘কেন স্কুলে যাই: সহযোগিতার সহজ পাঠ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিলেন ট্রাস্টের চেয়ারম্যান অমর্ত্য সেন। আলোচনায় ছিলেন অধ্যাপক জঁ দ্রেজ। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা ওই আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে এক পর্যায়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গও উঠে আসলে তিনি বলেন, ‘‘স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল! ভারতকে কীভাবে হিন্দুরাষ্ট্র করা যায় সেই আলোচনা হত। কিন্তু, আমাদের জানা দরকার, হিন্দু-মুসলমানের মধ্যে পার্থক্য বাচ্চাদের মধ্যে একেবারেই নেই। তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর প্রচেষ্টা থেকে আটকানো গেল।’’

ফৈজাবাদ কেন্দ্রের ফলাফলের প্রসঙ্গ টেনে এনেও বিজেপিকে খোঁচা দিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘‘ওরা এটা মানতে পারল না যে, যেখানে বড় মন্দির তৈরি হল, সেখানে এক জন সেকুলার (ধর্মনিরপেক্ষ) দলের প্রার্থী, হিন্দুরাষ্ট্র গড়ার প্রার্থীকে হারিয়ে দিয়েছেন।’’ এরপরই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ বলেন, ‘‘দেখুন, ভারত একেবারেই ধর্মনিরপেক্ষ দেশ নয়। তবে বহু ধর্মের দেশ তো বটেই।’’

Comments (0)
Add Comment