যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন বলেছেন, রাশিয়া থেকে ভারতের জ্বালানি আমদানির পরিমাণ “খুবই অল্প” এবং একটি সার্বভৌম জাতি হিসেবে ভারত তার স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নিবে, তবে নয়াদিল্লির স্পষ্ট এবং আরও দৃঢ়ভাবে বলা উচিত যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান আগ্রাসন একেবারেই খারাপ কাজ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়ঃ বৃহস্পতিবার ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভে বক্তৃতাকালে চীনের সাথে ভারতের সীমান্ত সংঘর্ষকে “খুবই উদ্বেগজনক” অভিহিত করে এই বিষয়ে আরও মনোযোগ দেওয়া দরকার মন্তব্য করে হিলারি বলেন, ভারত আত্মরক্ষার জন্য যা কিছু করে আমেরিকা তাকে সমর্থন করে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন তাইওয়ানকে অদূর ভবিষ্যতে খুব ভালভাবে বাঁচিয়ে দিতে পারে আশাবাদ ব্যক্ত করে হিলারি বলেন, “যদি বিশ্ব তাইওয়ানে (ইউক্রেনের মতো) এই ধরনের নৃশংস আক্রমণ দেখতে পায় তবে চীনের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখানো হবে তা তাদের অর্থনীতিকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিতে পারে।”