ভাঙারি দোকানে মর্টাল শেল!

কিশোরগঞ্জে ভাঙারির দোকান থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(১৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামের ওই ভাঙারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে টুটুল মিয়া তার দোকানে ব্যতিক্রমী একটি লোহার বস্তু দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে মর্টার শেল হিসেবে শনাক্ত করে এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে জানায়। রাত সোয়া ১টার দিকে সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি বালতির ভেতর বালু চাপা দিয়ে রাখে। এসময় উৎসুক সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বস্তুটি মর্টারশেল।

এ বিষয়ে বুধবার (১৯ মার্চ) কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. টুটুল উদ্দিন বলেন, ‘নিরাপত্তার স্বার্থে ভাঙারি দোকানটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। টাঙ্গাইল থেকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট আসছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী মর্টার শেলটি ধ্বংস বা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Comments (0)
Add Comment