ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছরের সাজা শুরুর নির্দেশ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার তার আইনজীবী দল দ্বিতীয় দফা আপিল দাখিল করতে অস্বীকৃতি জানানোর পর বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস এ ঘোষণা দেন। তিনি বলসোনারোর বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আদালত জানিয়েছে, বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ সদরদপ্তরেই তার সাজা ভোগ শুরু করবেন, যেখানে তিনি বর্তমানে আটক রয়েছেন।

অভ্যুত্থানের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে বলসোনারোর বিরুদ্ধে। পরে গত সেপ্টেম্বর মাসে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হারার পর

বলসোনারো ব্রাসিলিয়ায় গৃহবন্দী অবস্থায় ১০০ দিনের বেশি সময় কাটিয়েছেন। গৃহবন্দী থাকাকালে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছিলেন।