এ বছর জিপিআই (গ্লোবাল পিস ইন্ডেক্স বা বৈশ্বিক শান্তি সূচক) র্যাংকিং এ ১৬৩ টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ ২.১২১ স্কোর পেয়ে ৯৭তম স্থান অর্জন করেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
সে হিসেবে ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের তৈরি করা বৈশ্বিক শান্তি সূচক (জিপিআই) ২০২০-এ বাংলাদেশের বেশ কয়েক ধাপ উন্নতি হয়েছে।
গতবারের ন্যায় এবারো সিরিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে অশান্তির দেশ হয়েছে আফগানিস্তান। সূচকে দক্ষিণ এশিয়ায় সবার উপরে রয়েছে ভুটান (১৯তম)। তাদের পরে রয়েছে ৭৩ নম্বরে থাকা নেপাল এবং ৭৭ নম্বরে থাকা শ্রীলঙ্কা। প্রতিবেশী ভারত এবং পাকিস্তান রয়েছে একেবারে শেষের দিকে, যথাক্রমে ১৩৯ তম এবং ১৫২ তম স্থানে।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই দেশ যুক্তরাষ্ট্র এবং চীনের অবস্থানও ভালো নেই। চীনের অবস্থান ১০৪, যুক্তরাষ্ট্রের ১২১।
১.০৭৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে এবারো রয়ে গেছে আইসল্যান্ড। ২০০৮ থেকেই তারা এ অবস্থানে আছে।
সূচকে তার পরেই প্রথম দশে আছে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া, ডেনমার্ক, কানাডা, সিংগাপুর, চেক প্রজাতন্ত্র, জাপান এবং সুইজারল্যান্ড।
উল্লেখ্য, জিপিআই (গ্লোবাল পিস ইন্ডেক্স বা বৈশ্বিক শান্তি সূচক) র্যাংকিং এ বিশ্বের ১৬৩ টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলকে তাদের শান্তির মাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে সাজানো হয়।