বিয়ে বাড়িতে গান বাজানোয় মারধর, নিহত বরের চাচা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ৪৫ বছর বয়সী কামাল বেপারী উপজেলার মাঝগাঁও মানিকপুর পশ্চিমপাড়া এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে।

ওই এলাকায় শনিবার(২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বড়াই গ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান।

কামাল ব্যাপারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় সময় প্রতিবেশী শামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী সেখানে এসে গান বাজাতে নিষেধ করেন। এ সময় কামালের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা কামালকে লাথি, কিল-ঘুষি মারলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরিদর্শক মাহবুবুর বলেন, এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments (0)
Add Comment