জাপানে বসবাসরত মিয়ানমারের নারীরা, বিশ্ব শরণার্থী দিবসের প্রাক্কালে আয়োজিত এক রান্নার ক্লাসে তাঁদের স্বদেশের রান্নার পদ্ধতি শিখিয়েছেন।
এই দুজন নারী নিজ দেশের রাজনৈতিক নিপীড়ন থেকে বাঁচতে জাপানে এসেছিলেন। তাঁরা আজ শনিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’সহ অন্যান্যদের সমন্বয়ে গঠিত একটি গ্রুপের অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা, নিজ বাড়িতে থেকে ভিডিও সংযোগের মাধ্যমে উক্ত দুই নারীর নির্দেশনা অনুসরণ করে মিয়ানমারের জনপ্রিয় সালাদ’সহ মুরগির মাংস রান্না করেন।
এরপরে অংশগ্রহণকারীরা, রান্না করা খাবারগুলো খেয়ে এগুলো তাদের কিরকম ভাল লেগেছে, সেবিষয়ে কথা বলেন। এছাড়া, তাঁরা জাপান ও মিয়ানমারের সংস্কৃতির মিল নিয়েও কয়েকটি প্রশ্ন করেন।
৩০এর কোঠার বয়সী একজন অংশগ্রহণকারী বলেন যে, অভিজ্ঞতাটি তাঁকে শরণার্থীদের সমস্যার বিষয়ে অত্যন্ত সচেতন করে তুলেছে।
মিয়ানমারের নারীদের একজন বলেন, তাঁরা চান যে আরও বেশি সংখ্যক জাপানিরা মিয়ানমারের সম্মুখীন হওয়া সমস্যাগুলোর পাশাপাশি দেশটির ভুক্তভোগী নাগরিকদের দুর্দশা সম্পর্কে জানুক।
এনএইচকে