বিশ্ব বাজারে সোনার দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করায় সোনার দামের ওপর প্রভাব পড়েছে। সোমবার (২৬ মে) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩২ দশমিক ৪ ডলারে। এ ছাড়া ফিউচার মার্কেটে সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৩৩১ দশমিক ৯০ ডলারে বিক্রি হয়েছে।
ডলারের মূল্য কমার কারণে বিদেশি ক্রেতাদের কাছে সোনা কিছুটা সস্তা হয়ে ওঠায় সাময়িকভাবে দাম বাড়লেও এখন আবার তা কমছে। গত ২১ মে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছিল ৩ হাজার ৩০৫ দশমিক ৩৯ ডলার যা ছিল ১২ মে’র পর সর্বোচ্চ।
বিশ্ববাজারে দরপতন শুরু হলেও দেশের বাজারে সোনার দাম এখনো কমেনি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত সপ্তাহে টানা দুই দফায় সোনার দাম বাড়িয়েছে।