বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। আর নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি। ওয়াল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৩১ হাজার ৬০৪ জন। আর মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৬৫৩ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ কোটি ৩৭ লাখ ২১ হাজার ৮৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ হাজার ৮১১ জন। এতে করে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭ লাখ ২৪ হাজার ৭২৮ জন। আর করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ২০০ জন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩৮০ জনে। আর মারা গেছেন ২৮৫ জন। ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৩৮৫ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪৯ হাজার ৫৬৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা মোট ২ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৭৪ জন হয়েছে। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৯৮ হাজার ৮৭১ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি চার লাখ ৮৮ হাজার ৭৮৫ জন। তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এরইমধ্যে করোনার টিকাদান চালিয়ে যাচ্ছে বিশ্বের অনেক দেশ। কোন কোন দেশ বুস্টার ডোজও চালু করেছে।