ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়েছে। রোববার (২২ জুন) রাতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তেলের ফিউচার দাম বেড়েছে।
মার্কিন বিজনেস নিউজ চ্যানেল সিএনবিসির (কনজিউমার নিউজ অ্যান্ড বিজনেস চ্যানেল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববার বিকালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিক জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১ দশমিক ৭৬ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬০ ডলারে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারবাজারে সার্বিকভাবে বিপরীত চিত্র দেখা গেছে। ডাও ফিউচারস সূচক ২৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারস এবং নাসডাক ফিউচারস উভয় সূচকই প্রায় শূন্য দশমিক ৬ থেকে শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে।
এদিকে, রোববার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। বিশ্বের জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। ফলে এই প্রণালি বন্ধ হলে জ্বালানি তেল দামে আরএক্স প্রভাব পড়বে।