গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৭৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৮২২ জনকে। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৭৬৩ জনকে।
অভিযানের সময় একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ, ২টি কিরিচ উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এ কর্মকর্তা।