বিলবাওয়ের মাঠে হোঁচট পিএসজির

অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গিয়ে দাপট দেখালেও হোঁচট খেয়েছে পিএসজি। গোলশূন্য সমতায় ম্যাচ শেষে করেছে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে শেষ তিন ম্যাচে দুবার পয়েন্ট খোয়ালো প্যারিসের দলটি।

সান ম্যামেসে পিএসজি পয়েন্ট হারানোর মূল কারণ ফিনিশিং দুর্বলতায়। প্রথমার্ধে গোছালো ছিল না পিএসজির খেলা। প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরাতে ব্যর্থ হয় রামোস-রুইজরা।

 

দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। অবশ্য বার্কোলার শট ক্রসবারে প্রতিহত না হলে গোল পেয়েও যেতে পারতো পিএসজি।

বিলবাওয়ের বিপক্ষে সব মিলিয়ে মোট ১৭টি শট নিয়েছে পিএসজি, ১৩টিই পেনাল্টি বক্সের ভেতর থেকে। এমনকি ৮টি শট লক্ষ্যেও ছিল। কিন্তু কোনো প্রচেষ্টাতেই কাজ হয়নি ফরাসি ক্লাবটির।

 

গোলশূন্য স্কোরলাইনে মাঠ ছাড়লেও অবশ্য পিএসজি পয়েন্ট তালিকায় খুব একটা পিছিয়ে নেই। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে আছে লুইস এনরিকের দল।

১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বায়ার্ন মিউনিখ এবং ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্সেনাল।