বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট ও স্কোয়াড্রনকে বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়েছে। বুধবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত পতাকা প্রদান করেন।
এ সময় বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম, গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিমান বাহিনীর কার্যক্রম বেগবান রাখার স্বীকৃতিস্বরূপ বিমান সদর দপ্তরকে (ইউনিট) এবং দেশের বিভিন্ন দুর্যোগে (ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিদুর্ঘটনা ইত্যাদি) অসামান্য অবদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেড় যুগ ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার স্বীকৃতিস্বরূপ ৩১ স্কোয়াড্রনকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন ভিভিআইপির নিরাপত্তা প্রদান, বিমান বাহিনী সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা এবং বিমান বাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ১ প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিটকে এবং বিমান বাহিনীর রিক্রুট প্রশিক্ষণ এবং গাড়িচালকদের প্রশিক্ষণসহ বিমান বাহিনীর সদস্যদের বিভিন্ন রকম প্রশিক্ষণে অনবদ্য সহযোগিতার স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনী স্টেশন শমসেরনগরকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়।—আইএসপিআর