বিদায়ের আগে রাশিয়ার জ্বালানিতে চোখ বাইডেনের

ক্ষমতা ছাড়ার আগে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার রাশিয়ার জ্বালানি খাতের ওপর চোখ পড়েছে তার। তিনি এই খাতের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে মঙ্গলবার(২৪ ডিসেম্বর) এ খবর ছেপেছে আরবিসি ইউক্রেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি সূত্র দাবি করছে, এই ধরনের সিদ্ধান্তের ফলে ইউক্রেন বিষয়ে আলোচনায় নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারকে সুবিধা করে দেবে বলে অভিযোগ করা হচ্ছে।

সূত্রের মতে, ইউরোপের বাইরের দেশগুলোতে রাশিয়ান তেল পরিবহনকারী বিদেশি জাহাজগুলোর ওপরে মার্কিন এই নিষেধাজ্ঞা বহাল হতে পারে।

তবে, রাশিয়ার তেল রপ্তানিকারকদের এখনো নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

রাশিয়ান জ্বালানি কোম্পানিগুলো যে ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন করে সেগুলোর লাইসেন্স প্রত্যাহারও সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

Comments (0)
Add Comment