ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন নেতার মরদেহ বাড়ির সামনে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গতকাল শুক্রবার কলকাতার ভবানীপুর কেন্দ্রের শীতলা মন্দির নির্বাচনী সভায় মমতা ক্ষোভ প্রকাশ করেছেন।
মমতা ব্যানার্জি বলেছেন, তুমি আমার বাড়ির সামনে মরদেহ নিয়ে চলে এসেছ। আমি যদি চাই, তাহলে এক সেকেন্ড সময় লাগবে না তোমার বাড়ির সামনে মরা কুকুর ফেলে আসতে। তখন কী হবে? ১০ দিন খেতে পারবে না।
মমতা আরো বলেন, সিপিএম ৩৪ বছর কত অন্যায় করেছে। কই তাদের বিরুদ্ধে তো কোনো সিবিআই-ইডি করেনি। আমার বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে, পার্থ দা, সৌগত দার বিরুদ্ধে সিবিআই করেছে।
জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর হাসপাতালে মারা গেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মানস সাহা। বিজেপির অভিযোগ, ভোটগণনার দিন তৃণমূলকর্মীদের হামলার ঘটনায় তিনি আহত হয়েছিলেন। পরে মারা গেলেন।
২২ সেপ্টেম্বর মানস সাহার মরদেহ নিয়ে মমতা ব্যানার্জির বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন বিজেপি নেতারা। সেই ঘটনার নেতৃত্ব দিচ্ছিলেন নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
মমতা বলেন, আপনারা যদি ভোট না দেন, তাহলে বাংলার উন্নয়ন কিন্তু থেমে যাবে। ভবানীপুর যদি হেরে যায়, তাহলে আগামী দিনে সারা ভারতবর্ষ হেরে যাবে। আমরা ভারতকে তালেবান রাষ্ট্র হতে দেব না।
সূত্র: এনডিটিভি।