প্রতিবাদ বিক্ষোভের কারণে ইরানে সোমবার ভোরে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়েছে মাজিদরেজা রাহনাভার্ডের (২৩)। দেশটির মাশহাদ শহরে এই ফাঁসি কার্যকর করা হয়। এ ঘোষণা দেয়া হয়েছে বিচার বিভাগ থেকে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, আদালত দেখতে পেয়েছে মাজিদরেজা আধাসামরিক বাহিনী বাসিজ রেজিসট্যান্স ফোর্সের দু’সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ জন্য আদালত তাকে ‘আল্লাহর বিরুদ্ধে শত্রুতা’র অভিযোগে অভিযুক্ত করেছে। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো সতর্ক করেছে এই বলে যে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে লজ্জাজনক বিচারে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে আদালত।
নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগহাদ্দাম টুইটে বলেছেন, এর ফলে ইরানকে অবশ্যই মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেছেন, ইরানে আটক করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে। এরই মধ্যে এক ডজনের মতো মৃত্যুদণ্ড ইস্যু করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে গণহারে মৃত্যুদণ্ড দেয়ার বড় রকমের ঝুঁকি আছে।
বিক্ষোভ করার কারণে গত বৃহস্পতিবার প্রথম এমন ফাঁসি দেয়া হয়।