‘বিএনপি নিজ দলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দেয় না’

বিএনপিই একমাত্র দল, যারা নিজ দলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দেয় না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

১৬ বছর পর যশোরে জেলা বিএনপির সম্মেলন। ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান জানান, বিএনপিই একমাত্র দল-যারা নিজদলের কর্মীদের অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘যখন মানুষকে, আমাদের শতশত নেতাকর্মীকে গুম, খুনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল। যখন দেশের লাখ লাখ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন চালিয়ে, মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে। বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্যেই হচ্ছে জনগণ এবং বাংলাদেশ।’

এদিকে প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষ্যে প্রেসক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্বৈরশাসকের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের সবসময় স্মরণে রাখতে হবে। এসময় তার কর্মময় জীবনকে স্মরণ করেন বক্তারা।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। সবশেষে ছাত্র এবং জনতার সম্মিলিত প্রচেষ্টায় সেটি সম্ভব হয়েছে।’

প্রেসক্লাবে অন্য এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জানান, তার দল ক্ষমতায় এলে শ্রমিকের অধিকার আদায়ে কাজ করবে।

এসময় হাইওয়েতে সিএনজি অটোরিকশা চালানোর দাবি যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন মঈন খান।

Comments (0)
Add Comment