বিএনপির বর্ধিত সভা চলছে, ভার্চ্যুয়ালি অংশ নেবেন খালেদা জিয়া

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলসংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সভা শুরু হয়। এতে সারা দেশের প্রায় চার হাজার নেতা অংশ নিয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে বর্ধিত সভা শুরুর কথা ছিল। সে অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকেই আমন্ত্রিত নেতারা এলডি হলসংলগ্ন মাঠে আসা শুরু করেন।

বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আমন্ত্রিতদের সংসদ ভবন এলাকার ফটক থেকেই স্বাগত জানান শৃঙ্খলার দায়িত্বে থাকা নেতা–কর্মীরা। ছবি: সংগৃহীত

সভায় স্বাগত বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিন দেখা যায়, আমন্ত্রিত নেতাদের সংসদ ভবন এলাকার ফটক থেকেই স্বাগত জানান শৃঙ্খলার দায়িত্বে থাকা নেতা–কর্মীরা। কিছুদূর এগিয়ে আসার পর আমন্ত্রিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বর্ধিত সভা আয়োজনের জন্য বিশাল আকৃতির প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেখানে কোন বিভাগের নেতারা কোথায় বসবেন, তা ঠিক করে দেওয়া হয়েছে।


এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন বিএনপির নেতা–কর্মীরা। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম এক ছাতার নিচে সব নেতাকে নিয়ে বর্ধিত সভা করছে বিএনপি। সভাটি বিএনপি নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে।

এদিকে মূল মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ রয়েছেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের জন্য শোক প্রস্তাব পাঠ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র’ স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের বর্ধিত সভা করছে বিএনপি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চলমান অস্থিরতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এ দুটি বিষয় সামনে রেখে দলীয় ও জাতীয় ঐক্যের আহ্বানই হচ্ছে এই সভার মূল লক্ষ্য। এই আহ্বান জানিয়ে বিএনপি নিজেদের ৩১ দফা সংস্কার কর্মসূচি সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনমুখী যাত্রা শুরুর লক্ষ্য স্থির করেছে।

সভা শুরুর ২০ মিনিট আগে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন মাইকে ঘোষণা দেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভার্চ্যুয়ালি এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খালেদা জিয়ার ভার্চ্যুয়ালি উপস্থিত থাকার বিষয়টি সভা শুরুর আগে জানানো হলো। সভা শুরুর আগে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী জানান, বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন খালেদা জিয়া।

বর্ধিত সভায় থানা ও জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

সংসদ ভবনের এলডি হলসংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর বর্ধিত সভাকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এ সভাকে ঘিরে সংসদ ভবন এলাকায় ৩১ দফা সংস্কার কর্মসূচিগুলো প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

বিএনপির সূত্র জানিয়েছে, বর্ধিত সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবেরা অংশ নিয়েছেন। এর বাইরে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতাদেরও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুরে কিছু সময় বিরতি দিয়ে রাত পর্যন্ত সভা চলবে।

দলীয় সূত্রগুলো বলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব ছাড়া কোনো কেন্দ্রীয় নেতার বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়নি। তৃণমূলের নেতাদের মতামত শুনে সবশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দেবেন। এর মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হবে। বর্ধিত সভা উপলক্ষে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ব্যবস্থাপনা কমিটি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনকে আহ্বায়ক করে ২০০ সদস্যের স্বেচ্ছাসেবক কমিটি করা হয়েছে। এ ছাড়া অভ্যর্থনা, আপ্যায়ন ও মিডিয়া কমিটিও করা হয়েছে।

সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী বলেন, দলীয় ও জাতীয় ঐক্য, দেশবিরোধী ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আগে জাতীয় নির্বাচনসহ চলমান বিষয়গুলো আলোচনায় আসবে।

Comments (0)
Add Comment