বাস পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জেরে  বাস পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

রবিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে শহরের ফেরিঘাট এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাস ও মিনিবাসের শ্রমিকেরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো এলাকাজুড়ে।

শ্রমিকরা জানান, সকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় দুর্ঘটনার পর একটি রাজিব বাস পুড়িয়ে দেয় জনতা। একটি দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিলেও বাস পোড়ানোর বিষয়টি দুঃখজনক। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান শ্রমিকেরা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। প্রায় দেড় ঘণ্টা আন্দোলনের পর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফায়সালা মো. আতিক জানান, আজ সকালে সদর উপজেলার জয়রামপুর এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম নামে একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দুপুরে ফেরিঘাট এলাকায় বাস শ্রমিকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনা এবং বাসে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Comments (0)
Add Comment